আজকের শিরোনাম :

গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে জখম, আহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ২১:৪১

বগুড়া , ১০ জুন, এবিনিউজ : বগুড়ার গাবতলী নেপালতলীতে জমিজমা বিরোধ জেরধরে প্রতিপক্ষের মারপিটে মহিলা’সহ দিনমজুর হাসান আলীকে জখম করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে, আজ রবিবার দুপুর ২টায় নেপালতলী ইউনিয়নের নেপালতলী মধ্যেপাড়া গ্রামে।

জানা যায়, নেপালতলী মধ্যেপাড়া গ্রামের হাসান আলী সঙ্গে একই গ্রামের শাহজাহান ও আলমের জমিজমা নিয়ে দীর্ঘদিন হলে বিরোধ চলে আসছিল।  এর জের ধরে গতকাল রবিবার দুপুর ২টা সময় প্রতিপক্ষ রজিব আলী, রকি, রাজু, রবিউল, লুৎফর, রফিকুল, সামছুন নাহার, রেনু, রহেনা’সহ অজ্ঞাত ৫/৭জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে দিনমজুর হাসান আলীর বসতবাড়ীতে ঢুকে জোরপূর্বক ডাবগাছ থেকে ডাব পাড়ছিল।

এ সময় হাসান আলী বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা লাটিসোটো ও ধারালো ছোরা, চাকু দিয়ে আঘাত ও এলোপাথারী ভাবে মারপিট করে হাসান আলী ও তার স্ত্রী আছিয়া বেগম কে গুরুত্বরভাবে জখম করে।  এ সময় আহত হাসানের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে প্রতিপক্ষ রকি ও রজিবের লোকজন দিনমজুর হাসান আলীর পবিরবারের সদস্যদের জীবনণাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

আহত হাসান ও তার স্ত্রী আছিয়াকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।  এ জমিজমা নিয়ে গাবতলী সহকারী জজ আদালতে বন্টন ১৬৭/২০১৫ইং এবং বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৭৯/সি ২০১৭ইং (গাবতলী) এ ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষ হাসান আলীর আইনজীবি এ্যাডভোকেট শহিদুল ইসলাম।

এবিএন/আল আমিন মন্ডল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ