আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্যে ৮টি পৌরসভায় নাগরিক সেবা বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১৭:৪৮

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মচারীদের বেতন-ভাতা,পেনশন ও জনপ্রতিনিধিদের সন্মানী ভাতা প্রদানের দাবিতে পৌর সভায় সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৪ জুলাই থেকে কিশোরগঞ্জ জেলার সকল পৌর সভার প্রধান ফঁটকে তালা ঝুরিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন সকল পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ।

বন্ধ করে দেয়া হয়েছে পানি সরবরাহ, সড়ক বাতি ও সকল নাগরিক সেবা।  টানা চার দিন যাবৎ জেলার কোন পৌর শহর থেকেই  ময়লা আবর্জনা সরানো হচ্ছে না। এত করে ৮টি পৌর সভায়ই  দৃশ্যত ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দেখা দিয়েছে চরম জনর্দুভোগ ।

কিশোরগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েনের সভাপতি  আলহাজ্জ আনোয়ার হোসেন ভূঞাঁ জানান, কেন্দীয় কমিটির ডাকে পূর্বঘোষণা অনুযায়ী গত ১৪ জুলাই থেকে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে পৌর কর্মকর্তা ও কর্মচারীগন অনির্দিষ্টকালের এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ায় পৌরসভা গুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।  
 

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ