আজকের শিরোনাম :

পত্নীতলায় ভারতীয় সাংবাদিকের সাথে বিজিবির সৌজন্য সাক্ষাৎ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১৩:৪৮ | আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৩:৫০

বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) রংপুর রিজিয়নের তত্ত্বাবধানে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের অংশ হিসেবে পত্নীতলায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ভারতীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। 

দুই দেশের সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে বর্ডার গার্ড বালাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ভ্রমণের অংশ হিসেবে পত্নীতলায় ভ্রমণে আসেন ভারতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীর দলটি। 

দুপুর সোয়া ২টার দিকে ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলটি পত্নীতলায় বিজিবি সদর দপ্তরে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান পিবিজিএম, জি+। 

এ সময় সাংবাদিক দলের সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জনসংযোগ কর্মকর্তা সুভেন্দু ভার্দওয়াজ, দুরদর্শনের সিনিয়র রিপোর্টার সাংবাদিক সুধকর দাস, টাইমস নাও এর ভিডিও জার্নালিষ্ট মোহন সিংহ, নিউজ আইটিন, এএনআই, দ্যা ষ্টেটম্যানসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের আরো ১২ জন সাংবাদিক, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা, পিবিজিএমএস, ঢাকা থেকে আগত চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মো. রাশেদ নিজাম, নিউজ-২৪ এর ষ্টাফ রিপোর্টার রিশাদ হাসান এবং বিভিন্ন মিডিয়ার আরো ৩ জন সাংবাদিক, পত্নীতলায় প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ বুলবুল চৌধুরী, যমুনা টিভির নওগাঁ প্রতিনিধি মো. শফিক ছোটনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রীতিভোজ শেষে দলটির সঙ্গে বাংলাদেশের গণম্যাধ্যমে কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন। 

পরে দুপুর সোয়া ৩টার দিকে সাংবাদিক দলটি ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের উদ্দেশ্যে গমন করেন।

এর আগে সকালে তারা পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলায় ছোট সোনা মসজিদ পরিদর্শন করেন। এরপর ভারত-বাংলাদেশ সীমানার শূন্যরেখায় যান। সেখানে দুদেশে যাতায়াতকারী ও স্থানীয়দের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ