আজকের শিরোনাম :

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১৩:০১

রাজবাড়ী জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, সিনিয়ার মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাঈদ আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, আর টিভির জেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রতিনিধি সংবাদের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশিস বিশ্বাস প্রমূখ।

সংবাদ সম্মেলনে মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয় আজ ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। 

সারা দেশের ন্যায় রাজবাড়ীতে ও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 

এরমধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অর্জিত অগ্রতি সর্ম্পকে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, হাট বাজার জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বদ্ধকরণ সভাসহ বিভিন্ন কর্মসূচী।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ