আজকের শিরোনাম :

হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ১৬:৪৭

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা তীরবর্তী ইউনিয়নগুলোতে পানিবন্দি লোকজেনর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। 

আজ মঙ্গলবার সকালে ওই উপজেলার দোয়ানী, গড্ডিমারী. তালেব মোড় এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার সুইচিং মং মারমা চাল ও শুকনো খাবার বিতরণ করেন। 

হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার ফেরদৌস আলম বলেন এ উপজেলার জন্য ৬০ মে. টন জিআর চাল, নগদ ১ লক্ষ টাকা ও আড়াই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। জনপ্রতি ১৫ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। তবে শুকনা খাবার প্যাকেট করতে দেরি হওয়ায় গত শনিবার বিকেলে বিতরণ শুরু হয়েছে। 

জেলা প্রশাসক আবু জাফর বলেন এ পর্যন্ত জেলায় ২ শত ৪৫ মে. টন জিআর চাল ও সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এ ছাড়া শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবেন। 

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ