আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে মহাসড়কে জমি অধিগ্রহণে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ১৩:৪৩

হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেন সড়কে উন্নীত করনে কাজে গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে রাস্তার পূর্ব অংশে ২২ ফুট এবং পশ্চিম অংশে ১০০ ফুট করে অধিগ্রহণের জন্য সিমানা নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোবিন্দগঞ্জের জমির মালিক ও ব্যবসায়ীরা। 

গতকাল সোমবার ১৫ জুলাই সকাল ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌরঙ্গি মোড়ে এ মানববন্ধন কর্মসূচিতে জমির মালিক ও ব্যবসায়ীরা কর্তৃপক্ষের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। 

তাঁরা অবিলম্বে বৈষম্যমূলক এই সিদ্ধান্ত প্রত্যাহার করে মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে সমভাবে জমি অধিগ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। 

এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, শৈলেন্দু মোহন রায় স্বপন, মুঞ্জুরুল হক সেলিম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন জুয়েল, আবু জাফর লেলিন, শামছুজ্জোহা তালুকদার বেলাল, আজিজার রহমান, আব্দুল মতিন প্রধান, আব্দুস শহীদ প্রধান, আব্দুর রাজ্জাক, মাফুজ প্রধান প্রমূখ। 

এরপর জমির মালিক ও ব্যবসায়ীরা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

পৌরসভার বুজরুক বোয়ালিয়া ও পান্তাপাড়া মৌজায় জমি অধিগ্রহণের জন্য সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 

এবিএন/তাজুল ইসলাম/গালিব/জসিম    
 

এই বিভাগের আরো সংবাদ