আজকের শিরোনাম :

কলমাকান্দায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১৩:১৮ | আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৩:১৯

অবিরাম বৃষ্টি, গারো পাহাড় থেকে নেমে আসা প্রবল পানি প্রবাহ ও সুনামগঞ্জের উব্দী পানি প্রবাহে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়ন ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। 

বিগত দশ দিন যাবৎ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার উব্দাখালী, মহাদেও, গনেশ্বরী, বাকলা ও কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আন্তঃ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। সর্বস্তরের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। 

আজ সোমবার নারী নেতৃ ও সংসদ মানু মজুমদারের পত্নী ক্যামেলিয়া মজুমদার কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 

এ সময় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার লাকী ও মহিলা যুবলীগ নেত্রী সঞ্চিতা পাল উপস্থিত ছিলেন। 

অপরদিকে সংসদ মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল খালেক তালুকদার ও ভারপ্রাপ্ত ইউএনও রুয়েল সি সাংমা একই দিনে পাঁচকাঠা, সন্ধ্যাহলা, ধনুন্দ, উলুকান্দা ও সৌলজান এলাকায় কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 

এবিএন/মো. আ. রশিদ আকন্দ/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ