আজকের শিরোনাম :

মদনে সরকারি গাছ কর্তনের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১২:৩৬

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইাল বাজারে মদন-তিয়শ্রী সড়কের পশ্চিম পাশে একটি সরকারি রঙ্গি গাছ কর্তনের অভিযোগ উঠেছে আখাশ্রী গ্রামের মোজাম্মেলের বিরুদ্ধে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। 

তবে এলাকাবাসীর অভিযোগ মোজাম্মেল ক্ষমতার দাপট দেখিয়ে সরকারের কোনো অনুমতি না নিয়েই দোকান ঘর নির্মাণ করার জন্য এ গাছটি কর্তন করেন। গতকাল রবিবার  বিকালে সরজমিনে গেলে এ গাছ কাটার দৃশ্য দেখা যায়। 

সরকারি গাছ কর্তনের বিষয়ে মোজাম্মেলের কাছে জানতে চাইলে তিনি বলেন সড়কের পাশে এ রঙ্গি গাছটি আমি রোপন করে ছিলাম। সড়কের পাশে যেহেতু তাই গাছটি কাটার জন্য ৬/৭ মাস আগে ভূমি অফিসে লিখিতভাবে একটি আবেদন করি। কিন্তু এ ব্যাপারে কোনো সাড়া না পাওয়ায় অবশেষে গাছটি কর্তন করি। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট কাইটাইল ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নূর আহম্মদ জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নির্দেশে আমি ঘটনা স্থলে যাচ্ছি। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম জানান সড়কের পাশে সরকারি গাছ কর্তনের বিষয়ে আমি অবগত নই। তবে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এবিএন/তোফাজ্জল হোসেন/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ