আজকের শিরোনাম :

বিরলে মাসব্যাপী আইসিটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ১৫:৫২

দিনাজপুরের বিরলে শামসুদ্দিন গোলেজান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কম্পিউটার ল্যাব স্থাপন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
 
গতকাল শনিবার সকাল ১১টায় বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউপির পুর্ণভবা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মো. মাহফুজুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, বিরল উুপজেলার নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, পুর্ণভবা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শামসুদ্দিন-গোলেজান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সামাদ।

মাসব্যাপী এই প্রশিক্ষণে এলাকার প্রায় শতাধিক শিক্ষিত যুবক-যুবতী অংশগ্রহন করেন। 

এ দিকে দুপুর সাড়ে ১২টার সময় একই ইউনিয়নের মাগুরাবানে পুলিশ তদন্ত কেন্দ্রের ৪তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত সচিব, সরাষ্ট্র মন্ত্রণালয় নুরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমূখ।

এবিএন/সুবল রায়/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ