আজকের শিরোনাম :

চকরিয়ায় মৎস্য ঘেরের স্লুইস গেইটের মুখে বসানো মাছ ধরার জাল অপসারণ করলেন ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ১৫:৪৫

একদিকে টানা বৃষ্টি অন্যদিকে পাহাড়ি ঢলের কারণে বন্যার সৃষ্টি হয়েছে চকরিয়ায়। উপকূলীয় এলাকার মৎস্য ঘেরের স্লুইস গেইটের মুখ বন্ধ করে জাল বসিয়ে মাছ ধরায় ঢলের পানি নিচের দিকে নামতে পারছেনা। 

এসব অভিযোগ পেয়ে শনিবার বিকেলে চকরিয়ার উপকুলীয় এলাকা বদরখালী ইউনিয়নের বিভিন্ন মৎস্য ঘের অভিযানে যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। 

এ সময় তিনি বেশ কয়েকটি মৎস্য ঘেরের স্লুইস গেইটের মুখ বন্ধ করে জাল বসিয়ে মাছ ধরার সত্যতা পান। পরে তিনি ওইসব জাল অপসারণ করেন এবং জালে আটকা মাছ জব্দ করেন। 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া পৌরসভা ও ১৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে বন্যার সৃষ্টি হয়েছে। 


তিনি আরো বলেন তাই বন্যার পানি যাতে দ্রুত নিচের দিকে নেমে যায় সেজন্য উপকূলীয় এলাকার স্লুইস গেইটগুলো অভিযানে যায়। এ সময় স্লুইস গেইটগুলোতে মাছ ধরার জাল বসানো হয়েছে দেখতে পায়। 

পরে ওইসব জাল অপসারণ করি এবং মাছ জব্দ করি। জব্দ করা মাছগুলো এতিমখানায় দেয়া হয়েছে। 

এবিএন/মুকুল কান্তি দাশ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ