আজকের শিরোনাম :

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর হামলায় ওসি আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১৪:৪৩

লালমনিরহাটের কালীগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার একদিন পর এবার আদিতমারীতে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ওসিসহ দুই পুলিশ আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার সাপ্টিবাড়ি ইউপির গিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রহিম বাবু ওরফে চুলকানী বাবু উপজেলার দুর্গাপুর ইউপির চুলকানী বাজার এলাকার আইয়ুব আলীর ছেলে।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান উপজেলার চুলকানির বাজার থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রহিম বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে রাতে বড় একটি মাদক চালান হবে রহিম বাবুর এমন তথ্যের ভিত্তিতে সাপ্টিবাড়ি গিলাবাড়ি সোহরাব চেয়ারম্যানের ভাটার কাছে অভিযান চালানো হয়। ওই সময় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ সময় তার সহযোগীরা পুলিশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে আদিতমারী থানার তদন্ত (ওসি) সাইফ্লু ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক আহত হন। পরে রহিম বাবুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এ সময় রহিম বাবুর দুই পায়ে গুলি লাগে। রহিম বাবুর সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান রহিম বাবুর নামে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি ও পুলিশের ওপর হামলার দায়ে দুটি মামলা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ