আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ২ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ১৭:২৫

সিরাজগঞ্জ, ০৮ মে, এবিনিউজ: সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠামালা শুরু হয়েছে। আজ ২৫ বৈশাখ মঙ্গলবার সকালে কাছারিবাড়ি অডিটোরিয়ামে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন খাঁন, বিশেষ পিপি শেখ আব্দুল হামিদ লাভলু প্রমূখ।

মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃ অধ্যক্ষ আব্দুস ছাত্তার। বুধবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। এদিকে কবির স্মৃতিধন্য শাহজাদপুর কাছারি বাড়িসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। কবির জন্মজয়ন্তী উপলক্ষে দর্শনার্থীদের জন্য কাছারি বাড়ি জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ