দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের কৃষক গ্রুপের খামার লার্নিং ভিজিট অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ১৩:৪৬

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের কৃষক গ্রুপের খামার লার্নিং ভিজিট করা হয়েছে। আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষক গ্রুপের সদস্য ও সহায়তাকারীদের নিয়ে গতকাল বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের সফল উদ্যোক্তা খামারী ফিরোজ শাহ আলম (লাল্টু) এর খামার ভিজিট করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ। 

এই ভিজিটের মাধ্যমে দর্শনার্থী ও শিক্ষার্থী খামারীদের মাঝে মডেল খামারী হওয়ার অনুপ্রেরণা তৈরীর জন্য এই লার্নিং ভিজিটের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। 

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপির প্রোগ্রাম অফিসার মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, সুজিত হালদার, এলিচ মন্ডল এবং রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবিএন/আর.কে.বাপ্পা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ