আজকের শিরোনাম :

সুনামগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর বিয়ের অনুষ্ঠান পন্ড!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ০০:৩৭

ঘটা করে সুনামগঞ্জের তাহিরপুরে দশম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন সম্পন্ন করার পর সেই বিয়ে পন্ড করে দিয়েছেন থানা পুলিশ।

বুধবার (১০ জুলাই) উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামে এ বাল্য বিবাহ বিয়ে পন্ড করে দেয়া হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উপজেলার কলাগাঁও গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী স্কুল ছাত্রীর সাথে একই গ্রামের আব্দুল করিমের ছেলে শফিক মিয়া পুর্ব নির্ধারিত বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আয়োজন চলছিল বেশ জোরেসোরে। দুপুরে বরযাত্রীসহ অতিথিগণ কনের বাড়ি গিয়ে ভুরিভোজ করার পর বিকেলে বর কনের চার হাত এক করে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সব প্রস্তুতি নিচ্ছিলো।

কিন্তু এর আগেই বেলা ১১টার দিকে স্থানীয়রা বাল্য বিবাহের আয়োজনের বিষয়টি তাহিরপুর থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন। ফলে থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান তাৎক্ষণিকভাবে শ্রীপুর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম, বিদ্যালয় প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের কনে বাড়িতে পাঠিয়ে বিয়ে বন্ধ করান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ