আজকের শিরোনাম :

এমপি শাওনের পিতার মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটির শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ১৯:১৪

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তজুমদ্দিন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

আজ বৃহস্পতিবার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক চপল রায়, সহ সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ, যুগ্ম সম্পাদক অনিমেষ দাস ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যের পক্ষে এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

এদিকে, সংসদ সদস্য শাওনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ। মৃত্যুকালে আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরীর বয়স হয়েছিলো ৯০ বছর।

বিশিষ্ট এই আলেম ও সমাজসেবক অদ্য ১০ই জুলাই ২০১৯ইং  ভোর ৪ঃ২০ ঘটিকার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি  ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ঃ০০ ঘটিকার সময় ঢাকা রমনা মধুবাগ মাঠে মরহুমের প্রথম জানাজা, সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ জন্মস্থান লালমোহন এর উদ্দেশ্য রওয়ানা হবেন।

পরবর্তীতে লালমোহন হাইস্কুল মাঠে বাদ আছর তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পিতার মৃত্যুর সংবাদ শুনে ইতোমধ্যে ইংল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন সাংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি গত ৬ জুলাই বাংলাদেশ পার্লামেন্টারী ক্রিকেট টিমের সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ড অবস্থান করছেন। এদিকে, সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তজুমদ্দিনের সর্বস্তরের জনগণ।

এবিএন/চপল রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ