আজকের শিরোনাম :

রুমায় প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে পাহাড় ধসে যানাবাহন চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ২২:১৬

বান্দরবানে রুমা উপজেলার প্রধান সড়ক যাওয়ার রাস্তায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে নিবার্হী কর্মকর্তা,জনাব মো: শামসুল আলম পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়াম বমসহ রুমা বাজার ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় ধসে পারা মাটিগুলো সরে দেওয়ার নিদের্শ দিয়ে কয়েকজন শ্রমিক সহযোগিতায় রাস্তা পরিষ্কার করা হয়।

রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েদ উদ্দিন জাতীয় সংগীত চলাকালীন সময় সকল ছাত্র-ছাত্রী সর্তক ভাবে পথ চলাচলের নিদের্শ ও পরামর্শ প্রদান করেন।  বর্ষা পানি নিয়ন্ত্রণ হলে সব মাটি বুলজার দিয়ে মাটি সাড়াঁনো হবে বলে জানান উপজেলা প্রশাসন।

এবিএন/চনুমং মারমা-রুমা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ