আজকের শিরোনাম :

ধর্মপাশায় গণশুনানি অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ১৭:১৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সরকারি সেবায় জবাবদিহিতা বাড়ায় জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষে উপজেলার সকল শ্রেণীপেশার জনসাধারণের সমন্বয়ে আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ গনমিলনায়তনে উপজেলা  প্রসাশনের  উদ্যোগে  এ গণশুনানির আয়োজন করা হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসাধারণের সরাসরি অংশগ্রহণ ও সরাসরি প্রশ্ন উত্তর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।বিশেষ অতিথি   উপস্থিত ছিলেন।  

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাহুল চন্দ, গাজালা পারভীন রুহি, মোঃ রিফাতুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার,

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান  প্রবীর বিজয় তালুকদার,জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।

গণশুনানিতে অংশ নেওয়া অনুষ্ঠানে জনগণের বিভিন্ন সমস্যার সরাসরি প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।


এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ