আজকের শিরোনাম :

নিকলিতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ১২:২১

কিশোরগঞ্জের নিকলিতে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সার্বিক সহযোগিতায় উপজেলার হলরুমে, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সচেতনতামূলক ১ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। 

এতে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার এর সভাপতিত্বে, ইউ.ডি.এফ. দূর্গা রানী সাহার সঞ্চালণায়, নিকলিতে বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও মাদক এর কুফল, সামাজিক অবক্ষয়, এ বিষয়ে করণীয়সহ সচেতনতামূলক আলোচনা করেন সেমিনারের প্রধান অতিথি উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ কিশোরগঞ্জ মো. আব্দুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এম রুহুল কুদ্দুস ভূঞা জনি, সহকারী  কমিশনার আসফিয়া সিরাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা রিয়াজুল হক আয়াজ, নিকলি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. নাসির উদ্দিন ভূইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবাইদুল হক স¤্রাটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। 

এবিএন/জয়দেব ঠাকুর/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ