আজকের শিরোনাম :

সড়ক প্লাবিত হয়ে বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ১১:৩২

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গত শনিবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। ফলে সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবান থেকে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বাজালিয়ায় সড়ক ডুবে যাওয়ায় সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে জেলার সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে থানচি উপজেলার জিন্না পাড়াসহ বিভিন্ন পর্যটন এলাকায় ৩০ জনের অধিক পর্যটক আটকা পড়েছে। নৌ ও পাহাড়ি পথে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে রুমা ও থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোর বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক যাতায়াত বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, টানা বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়ের জন্য বান্দরবানের ৭টি উপজেলায় ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ