আজকের শিরোনাম :

সেনবাগে অস্ত্র, ইয়াবা ও গুলিসহ গ্রেফতার ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ১১:৩২

সেনবাগের শীর্ষ সন্ত্রাসী ৮ মামলার আসামি আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন তারেককে থানা পুলিশ অভিযান চালিয়ে একটি এলজি ১১ রাউন্ড গুলি ও ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। 

গতকাল রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এএসআই কাউসার মোহাম্মদপুরে এ অভিযান পরিচালনা করেন। 

সন্ত্রাসীরা এ সময় পুলিশের নিকট আত্মসমর্পণ না করায় সেনবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল আলী পাটোয়ারীর নেতৃত্বে অভিযান উত্তর মোহাম্মদপুরে আবু সুফিয়ানের বসতঘর ঘিরে ফেলে। 

এ সময় সুফিয়ান ও তারেককে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ তল্লাশী চালিয়ে সুফিয়ানের ঘর থেকে একটি এলজি, ১১ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, ৮০ পিস ইয়াবা এবং তারেকের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করেন। সুফিয়ান ওই গ্রামের মৃত জালাল আহাম্মদের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন আইনে ৮টি মামলা রয়েছে। তারেক মধ্য মোহাম্মদপুরের চান মিয়া মেস্তরী বাড়ির রমজান আলীর পুত্র।

সেনবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল আলী পাটোয়ারী রাতে গনমাধ্যমকে অস্ত্র, ইয়াবা ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

এবিএন/ফিরোজ আলম ভূঞা/গালিব/জসিম
                                

এই বিভাগের আরো সংবাদ