আজকের শিরোনাম :

শরনখোলায় ভূমি ধ্বসে ১০ বিঘা জমি নদীগর্ভে বিলীন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০১৯, ১৯:০৭

বাগেরহাটের শরণখোলায় পাউবি ৩৫/১ পোল্ডারের বেড়িবাধে আবারও ব্যাপক ধ্বস হয়েছে। উপজেলার দক্ষিন সাউথখালী গ্রামের আশার আলো মসজি কাম সাইক্লোন শেল্টারের সামনের প্রায় ৩শ’ মিটার বেড়িবাধ গত দুদিনের ধ্বসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় সেখানের পাচটি দোকান ও কয়েকশ গাছপালা নদীতে ভেসে যায়। এ ঘটনায় ভাঙ্গন কবলিতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অনেকেই তাদের ঘর, দোকানপাট, গাছ-পালা কেটে সরিয়ে নিচ্ছেন। ভাঙ্গা বাধ দিয়ে পানি গড়িয়ে আমনের বীজতলা সহ বাড়ি-ঘর প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন সাউথখালীর হাজার হাজার মানুষ। তবে রবিবার দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে বাধঁ সংস্কারের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।

ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দক্ষিন সাউথখালী গ্রামের মোহাম্মদ আলী খান জানান, গত শনিবার সকালে ‘আশার আলো মসজিদের সামনের বেড়িবাধসহ প্রায় ৭বিঘা জমি তার চোখের সামনে নদীতে বিলীন হয়ে যায়।  তার একটি দোকান ঘরও নদীতে ভেসে যায়।

এ গ্রামের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন হাওলাদার বলেন, বেড়িবাধে ব্যাপক ভাঙ্গন হয়েছে। জোবার জোয়ারে এ ভাঙ্গন থেকে পানি গড়ালে সাউথখালীর অন্তত ৮ টি গ্রাম প্লাবিত হবে। আমন ধানের চাষ করতে পারবেনা চাষীরা। এখানে অতিদ্রুত রীণবাঁধ দিতে হবে।

এবিএন/নজরুল ইসলাম আকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ