আজকের শিরোনাম :

বেড়ায় পৌরসভার বিরোধ মীমাংসা আইন সংশোধন বিষয়ে মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ১৬:৩৭

মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) ও মাদারীপুর  রিগ্যাল এইড এসোসিয়েশান যৌথ ভাবে আজ শনিবার সকাল ১০টায় বেড়া পৌরসভার কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভার আয়োজন করে।

 মিউনিসিপ্যাল এসোসিয়েশান অব বাংলাদেশ এর  সভাপতি বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি নব নিযুক্ত জেলা প্রশাসক মো.কবীর মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পৌরসভা সমিতির সাধারন সম্পাদক শরীয়তপুর পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম কোতয়াল, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,

বাংলাদেম পৌরসভা সমিতির বগুড়া অঞ্চলের আহবায়ক বগুড়া পেওরসভার মেয়র এ্যাড.এ,কে,এম.মাহাবুবুর রহমান,বাংরাদেশ পেওরসভা সমিতির রাজশাহী অঞ্চলের আহবায়ক নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিমনের আইনজীবী এ্যাড.মেক গোরাম হাফিজ,পাবনা আইন জীবি সমিতির সভাপতি এ্যাড. আমিনুল ইসলাম পটল,মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর প্রধান সমন্বয়ক এ্যাড.খান মো.শহীদ,বাংরাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পৌরসভা সমিতির উপদেষ্টা শ্রী পরিমল কুমার দেব।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠ এর মধ্য দিযে সভা শুরু হয়।  সভার শুরুতে আজকের সভার সভাপতি বেড়া পৌরসভার মেয়র,বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি আলহাজ আব্দুল বাতেন স্বাগত বক্তব্য রাখেন। বক্তারা এডভোকেসী কর্মশালার উদ্দেশ্য সর্¤úকে, বিরোধ মিমাংসা ( পৌর এলাকা) বোর্ড আইন-২০০৪ সংশোধনে সমস্যা ও প্রতিবন্ধকতা উপর বিস্তারিত আলোক পাত করেন।  

পৌরসভা সমূহের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রযোজ্য বিরোধ মীমাংসা  (পৌর এলাকা) বোর্ড আইন -২০০৪ যুগপোযোগী করার  জন্য আইনের  প্রয়োজনীয়  সংশোধন  বিষয়ে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ৬০টি পৌর সভর মেয়র,কাউ¯িœলার,পৌর কর্মকর্তা ,আইনজীবি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

এবিএন/নির্মল সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ