আজকের শিরোনাম :

কোম্পানীগঞ্জে স্ত্রী নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ১৮:০৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী নির্যাতনের অভিযোগে পুলিশ এক মাদরাসার প্রধান শিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী গতকাল বৃহস্পতিবার (৪জুলাই) রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত কালিম উল্যাহ (৩৭), পৌরসভার ৮নং ওয়ার্ডের আল আমিন মাদরাসার প্রধান শিক্ষক ও সিরাজপুর ইউপির ৭নং  ওয়ার্ডের হাবীবপুর গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. তোহার ছেলে।

থানা সূত্রে জানা যায়, স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) উক্যৈসিং মারমা তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আল আমিন মাদরাসা থেকে গ্রেফতার করে। সে বর্তমানে থানা হাজতে আছে।

এ বিষয়ে অভিযুক্ত আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ কালিম উল্যাহ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান বলেন, সে স্ত্রীকে একাধিকবার পিটিয়েছে। তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অপরাধে নারীও শিশু নির্যাতন আইনের (গ) ধারায় স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 

এবিএন/গোলাম মহিউদ্দিন নসু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ