আজকের শিরোনাম :

কমলগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ১১:৩৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। 

জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়িতে ৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে রথযাত্রা উদযাপন পরিষদ, কমলগঞ্জ। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, সন্ধ্যা আরতি। 

এ ছাড়া প্রথম দিন ধর্মীয় আলোচনা সভা ও শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিলো। শেষের দিন উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রথযাত্রার প্রথম দিনে পূজার্চনার পরে শুরু হয় রথযাত্রার আলোচনা অনুষ্ঠান। 

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাসিক শ্রীগৌরবাণী সম্পাদক অ্যাডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মোহন চন্দ্র দেব। আলোচনা শেষে বিকাল ৪টায় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নানা উপচারে সাজিয়ে বের হয় রথ। রথযাত্রা উৎসবের শুভ সূচনা করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। 

জগন্নাথ দেবের রথযাত্রাটি কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি থেকে বের হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি এসে শেষ হয়।
 
এ দিকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য দামোদর মন্দির ও পতনঊষার রাধামাধব সেবাশ্রম থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি রথেরটিলা মাঠ প্রদক্ষিণ করে স্ব স্ব মন্দিরে ফিরে যায়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শত শত নারী পুরুষ এতে অংশ নেন। এ দিকে শমশেরনগর কালীবাড়ি থেকেও রথযাত্রা শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলঞ্জ উপজেলার মাধবপুর, আদমপুর, আলীনগর, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। আটদিন পর আগামী ১২ জুলাই জগন্নাথদেবেরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ