আজকের শিরোনাম :

কালিহাতীতে যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ১২:৫৩

কালিহাতী উপজেলার নাগবাড়ি যুবগলীগের সভাপতি ও ইউপি সদস্য আয়নাল হকের বিরুদ্ধে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে জানান । 

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কা পক্ষে নির্বাচন না করায় প্রতিপক্ষ আমার ওপর ক্ষুব্ধ হন। সম্প্রতি প্রতিপক্ষ মজিদ তোতার ভাই জয়নাল অটোচালিত সিএনজি শ্রমিক আলমগীকে মারধর করে। ওই ঘটনায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে আবার মারধর করেন। 

তার জের ধরে গত ২৯ মে রতনগঞ্জ সিএনজি শ্রমিক সংগঠনের কর্মীদের সাথে প্রতিপক্ষ জয়নালের ভাইয়ের দোকানে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষ জয়নালের ভাই আব্দুল মজিদ তোতা, রফিক ও ভাগ্নে আবিদসহ  দুপক্ষেই আহত হয়। আব্দুল মজিদ তোতা, রফিক ও আবিদ আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। 

তিনি আরো বলেন আগামীতে আমি ইউপি চেয়ারম্যান প্রার্থী ও  বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকায় একটি মহল আমার জনপ্রিয়তায় ঈশনীয় হয়ে আমার সুনাম হেয়পতিপন্ন করতে সমাজে সুনাম নষ্ট করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে ওই মামলা আমি জামিনে রয়েছি। 

ওই মামলা থেকে অব্যহতি পেতে তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।  

এবিএন/তারেক আহমেদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ