আজকের শিরোনাম :

ধুনটে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের বসতবাড়িতে হামলা ও গাছ কর্তন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ১১:২৯

বগুড়ার ধুনটে জায়গা দখল করতে বসতবাড়িতে হামলা চালিয়ে রেজাউল বারিক নামে এক কৃষককে মারধর করে গাছ কর্তনের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে ওই কৃষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত জেলদার রহমান ফকিরের ছেলে রেজাউল বারিকের সাথে তার ভাই আব্দুর রাজ্জাক ও জহুরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। 

এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে আব্দুর রাজ্জাক ও জহুরুল ইসলাম তাদের লোকজন নিয়ে তার ভাই কৃষক রেজাউল বারিকের বসতবাড়িতে হামলা চালিয়ে বেড়া ভাংচুর করতে থাকে। এতে বাধা দিলে তারা রেজাউল বারিককে মারধর করে এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছ উপড়ে তুলে ফেলে দেয়।


কৃষক রেজাউল করিম বলেন আমার দুই ভাই জোরপূর্বক আমার কবলা দলিলকৃত জমি দখলের পায়তারা করছে। এরই জের ধরে সে আমার বসতবাড়ির বেড়া ভাংচুর ও গাছের চারা উপড়ে ফেলে দেয়। এতে বাধা দিলে তারা আমাকে মারধরও করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ধুনট থানার এসআই শাহীন জানান এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এবিএন/ইমরান হোসেন ইমন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ