আজকের শিরোনাম :

তাড়াইলে মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১৩:৩১

কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেছে কলেজ কতৃপক্ষ।

জানা গেছে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি তাড়াইল মো. মোশারফ হোসেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাবু মনোরঞ্জন তালুকদার, প্রভাষক (ইসলাম শিক্ষা) মো. আল আমিন, প্রভাষক ( বাংলা)  মো. আনোয়ার হোসেন প্রমূখ।  

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমাদের কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে  একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগে ৭৮০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।

গতকাল সোমবার ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ওরিয়েন্টিশন ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা  করেছি।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ