আজকের শিরোনাম :

ছাতকে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১৩:২৬

ছাতক বাজার রেলওয়ের স্টেশন সংলগ্ন সরকারি ভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অবশেষে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার সকাল থেকে দিনভর রেলওয়ে সিলেট অঞ্চলের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আকবর হোসেন মজুমদারের নেতৃত্বে রেলওয়ে দখলকৃত অবৈধ ভূমি পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়। 

রেলওয়ে ভূমি পরিদর্শনকালে ছাতক বাজার শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, রেলওয়ে সিলেট অঞ্চলের নিরাপত্তা বিভাগের অফিসার্স ইনচার্জ নুর মোহাম্মদ, জিআরপি পুলিশের এসআই মিন্টু দাসসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

এ সময় স্থানীয় পৌরসভা কাউন্সিলর জসিম উদ্দিনের সুমেনের উপস্থিতিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে দখলকৃত ব্যবসায়ীদের দ্রুত ভূমি খালি করে দিতে বলা হয়।

সুরমা নদীর তীরবর্তী রেলওয়ে সরকারি ভূমিতে অবৈধভাবে জমি দখল করে বিভিন্ন দোকান-ঘর নির্মাণে পাশাপাশি বালু-পাথর জমা করে রেখে ব্যবসা করছেন বলে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ রয়েছে। অথচ রেলওয়ের তালিকাভূক্ত সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্টান বৈধভাবে রেলওয়ে পাথর ষ্টেকিং ইয়ার্ডে বালু-পাথর সংগ্রহ পূর্বক ষ্টক করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। 

এসব অভিযোগের প্রেক্ষিতে গত জুন মাসের ২য় সপ্তাহে রেলওয়ে নির্বাহী প্রকৌশলী মো. আহসান জাবির স্বাক্ষরিত এক চিটিতে রেলওয়ে ভূমি অবৈধ দখল মুক্ত করতে রেলওয়ে কমলাপুর শাখার বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। 

এবিএন/হেলাল আহম্মেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ