আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ ফার্মেসী ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১২:৫৬

দুপচাঁচিয়ায় গতকাল সোমবার সকালে ভ্রম্যমাণ আদালত ৩টি ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৬৩হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চিশতী মেডিকেল স্টোর এর ৩০ হাজার টাকা ও তোতা মেডিকেল স্টোর এর ৩০ হাজার টাকা এবং প্রীতি মেডিকেল স্টোরের ৩ হাজার টাকা করে মোট ৩টি দোকানের ৬৩ হাজার টাকা এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় অন্যান্য ফার্মেসীর মালিকরা দোকান বন্ধ করে দ্রুত সটকে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগস সুপার আহসান হাবীব, উপজেলা স্যানিরেটারী ইন্সপেক্টর মমতা রানী সাহাসহ সঙ্গীয় ফোর্স। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন জানান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ফার্সেমীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ