আজকের শিরোনাম :

বোচাগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০১৯, ১২:৩৬

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে উপজেলার হাটরামপুর সাওতাল যুবসমাজ। 

বোচাগঞ্জ ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতেই  একটি র‌্যালী হাট রামপুর বাজার ঘুরে হাটরামপুর গীর্জা মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।

গতকাল সোমবার  বেলা ৩টায়  আলোচনা সভা ও  সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাওতাল বিদ্রোহ দিবসের কর্মসূচী সমাপ্ত হয়। 

এ সময় ইএসডিও প্রেমদীপ প্রকল্প এর প্রশিক্ষণ প্রাপ্ত সুজন সরেনকে একটি ক্রেজ প্রদান করেন বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. ফকরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা প্রকৌশলী মোৎ আনোয়ার হোসেন, দলীত আদিবাসী উন্নয়ন ফরামের সভাপতি ইলিয়াস হেমরম ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যনেজার অরুন চন্দ্র শীল। 

সমাপনী বক্তব্য রাখেন রনগা ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, নিমাই চন্দ্র দেব শর্মা প্রমূখ। 

এবিএন/মো. সাজ্জাদুল আযম সাজ্জাদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ