আজকের শিরোনাম :

পোরশায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১১:৩৫

নওগাঁর পোরশায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস ও সিদু-কানু দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা আদিবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর আয়োজনে এবং কারিকাস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় গতকাল রবিবার দুপুরে সারাইগাছী স্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে স্কুল মাঠে উপজেলা সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন কমিটির সভাপতি কর্ণেলিউস হাঁসদার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, কারিতাসের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা, সংস্থার প্রোগ্রাম অফিসার দীপক এক্কা, ছাওড় ইউপি চেয়ানম্যান ফখরুদ্দীন আলী আহম্মেদ, কাটাডাংগা মিশনের ফাদার রকি কস্তা, আইসিডিপি প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী। 

এ সময় উপস্থিত ছিলেন মর্শিদপুর ইউপি আদিবাসী নেতা বিশ্বনাথ খারা কিস্কু ও আদিবাসী নেত্রী শ্যামলী রাণী দাস প্রমূখ। 

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম 
 

এই বিভাগের আরো সংবাদ