আজকের শিরোনাম :

ধুনটে বালু উত্তোলনের সরঞ্জামাদি ভ্রাম্যমাণ আদালতের নিলামে বিক্রি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ১০:৩৮

বগুড়ার ধুনটে যমুনা নদীতে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ দিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা ড্রেজার মেশিন নিয়ে কৌশলে সটকে পড়েছে।

জানা গেছে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকা থেকে ড্রেজার মেশিন নিয়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বালু উত্তোলন করে আসছিল। এতে যমুনার তীরবর্তী ফসলী জমি, বসতবাড়ি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ তীর সংরক্ষণ প্রকল্প ভাঙ্গন ঝুঁকিতে পড়ে। 

এ সংক্রান্ত একটি প্রতিবেদন কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টি গোচর হওয়ায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বালু উত্তোলন বন্ধ করতে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনাকে নির্দেশনা প্রদান করেন। 

গত ২৯ জুন বিকালে জিন্নাত রেহেনার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলে বালু ব্যবসায়ীরা কৌশলে ড্রেজার মেশিন নিয়ে যমুনা নদী থেকে সটকে পড়ে।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করে ৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। 

এবিএন/ইমরান হোসেন ইমন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ