আজকের শিরোনাম :

হোসেনপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১৮:০৩

হোসেনপুরে তাসলিমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ওয়াহিদুজ্জামান।

 আজ রবিবার (৩০ জুন) খবর পেয়ে উপজেলার সিদলা ইউনিয়নের মেছেড়া গ্রামের মেয়ের বাড়ি গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া তাছলিমা আক্তার ওই এলাকার হারুন অর রশিদ মেয়ে এবং স্থানীয় মেছেড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, বিকালে উপজেলার মেছেড়া গ্রামের হারুন অর রশিদের বাড়িতে তাছলিমা আক্তারের বিয়ের আয়োজন করা হয়। এ খবর উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দ্রুত বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তাছলিমার বাল্যবিয়ে বন্ধ করা হয়।

বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ের বাবা-মা’কে অবগত করা হলে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে তারা মুচলেকা দেন বলে জানান তিনি।
 

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ