আজকের শিরোনাম :

শরণখোলায় বন্যপ্রানী উদ্ধার ও অবমুক্তকরন প্রশিক্ষণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১৭:০৩

বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রানী সুরক্ষায় ভিলেজ টাইগার রেসপন্ড ( ভিটিআরটি) টীমের সদস্যদের একদিনের প্রশিক্ষন শালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১০ টায় উপজেলার অগ্রদূত ক্লাব মিলনায়তনে এ কর্মশালানুষ্ঠিত হয়। সুন্দরবন রক্ষাবিষয়ক সিএমসির সহ- সভাপতি ওয়াদুদ আকনের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচী পরিচালনা করেন ওয়াইল্ডটীমের প্রোগ্রাম অফিসার সৌরভ বাগচী রাতুল ও ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার।

ফিল্ড অর্গানাইজার আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, সিএমসির কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম আকন, বনবিভাগের প্রতিনিধি শাহজাহান মোল্লা।  যথাযথভাবে বন্য প্রানী উদ্ধার ও বন অবমুক্ত  করতে  প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ভিটিআরটি টীমের স্থানীয় ৩৫ জন সদস্যকে  প্রশিক্ষন দেওয়া হয়।

সদস্যদের মাঝে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, টর্স লাইট, ক্যামেরা, হ্যান্ডমাইক বিতরণ করা হয়। আই ইউ সি এর অর্থ্যায়নে ওয়াইল্ড টীমের ব্যাবস্থাপনায় এ কর্মশালা বাস্তবায়িত হয়।
 

এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ