আজকের শিরোনাম :

ধুনটে অপহৃত স্কুল ছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১১:৫৯

বগুড়ার ধুনটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে জাফর আলী নামে এক বখাটে যুবক। এ দিকে অপহরণের এক মাস অতিবাহিত হলেও ওই ছাত্রী এখনও উদ্ধার না হওয়ায় তার পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।  

জানা গেছে ধুনট উপজেলার কান্তনগর গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে কান্তনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে পার্শ্ববর্তী রামনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাফর আলী ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিল। 

এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ বৈঠক হলেও বখাটে জাফর আলীর উত্ত্যাক্তের মাত্রা আরো বেড়ে যায়। এ অবস্থায় গত ২৬ মে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুবাদে জাফর আলী ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। 

এ ঘটনায় ২৮ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে জাফর আলীসহ ৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই ছাত্রীর বাবা বলেন এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। তাই এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান এক মাস আগে ওই ছাত্রীর বাবা অভিযোগ দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু পরে তিনি থানায় অভিযোগ জমা দেননি। 

এ কারনে ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশ কোন প্রদক্ষেপ নিতে পারেনি। তবে এ বিষয়ে থানায় অভিযোগ দাখিল করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/ইমরান হোসেন ইমন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ