আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১১:০৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০১৯-২০১০ অর্থ বছরের জন্য মোট ২৬ কোটি ২১ লক্ষ ৯৩ হাজার ৬শ ৮৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উদ্বৃত্ত রাজস্ব আয় দেখানো হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৮শ ৮৮ টাকা।

গতকাল ২৯ জুন শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পৌর কার্যালয়ের হল রুমে গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার এর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। 

বাজেটে রাজস্ব আয় ৩ কোটি ৬২ লক্ষ ৭৪ হাজার ৪৯ টাকা, ব্যয় ৩ কোটি ৬১ লক্ষ ৭৬ হাজার ৮শ টাকা, উন্নয়ন আয় ২২ কোটি ৫৯ লক্ষ ১৯ হাজার ৬শ ৩৯ টাকা, ব্যায় ২২ কোটি ৫৫ লক্ষ টাকা এবং প্রস্তাবিত উন্নয়ন ও রাজস্ব আয় মোট ২৬ কোটি ২১ লক্ষ ৯৩ হাজার ৬শ ৮৮ টাকা, ব্যয় মোট ২৬ কোটি ১৬ লক্ষ ৭৬ হাজার ৮শ টাকা দেখানো হয়েছে। আয়-ব্যয় শেষে উন্নয়ন ও রাজস্ব উদ্বৃত্ত ৫ লক্ষ ১৬ হাজার ৮শ ৮৮ টাকা দেখানো হয়েছে।

বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃঞ্চ বর্মন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ নেসকে লি. এর নির্বাহী প্রকৌশলী এ কে এম শাহাদত হোসেন। 

এ ছাড়াও অধিবেশনে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পিসহ সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/তাজুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ