আজকের শিরোনাম :

চিরিরবন্দরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০১৯, ২২:১৬

দিনাজপুরের চিরিরবন্দরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুনট্টি ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং রংপুরের দর্শনাস্থ দীপ আই কেয়ার ফাউন্ডেশনের (চক্ষু হাসপাতাল) উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-কামাল।

এ সময় অন্যদের মধ্যে ডা. মো. আতাউর রহমান, কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজু, অর্গানাইজার মো. রেজাউল ইসলাম রিপন, এ্যাসিসটেন্ড মোছা. লিপি প্রমূখ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে আগতদের মধ্য থেকে রোগী বাছাই, রোগ নির্ণয় করে চিকিৎসাসেবা, চোখের পাওয়ার সম্পর্কীত সমস্যার সমাধান ও বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বাছাইকৃত রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। এসময় আড়াই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ