আজকের শিরোনাম :

ভূঞাপুরে প্রস্তাবিত অর্থনৈতিক জোন স্থাপনের এলাকা পরিদর্শন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ১৮:১৮

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে আধুনিক ভূঞাপুর গড়ার লক্ষ্যে ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক জোন।  নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের প্রায় ৫০০একর খাস জমিতে এ অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে।

আজ সকালে  বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান প্রবন চৌধুরী ও মহাব্যবস্থাপক মনিরুজ্জামান এসব এলাকা পরিদর্শন করেন। এসময় অন্যানের মধ্যে তাঁদের সঙ্গে ছিলেন টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,

থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম, নিকরাইল ইউপি চেয়ারম্যান মতিন সরকার, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, সাধারন সম্পাদক দুলাল হোসেন চকদার প্রমুখ।


এবিএন/কামাল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ