আজকের শিরোনাম :

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ২০:০০

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার হিমু (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হিমু ওই গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল হান্নানের একমাত্র মেয়ে এবং জোয়াড়ী বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ পরিবারের বরাত দিয়ে জানান, সকালে হিমু একাই বাড়ির অদুরে জোয়াড়ী বিদ্যানিকেতনে যায়। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথের ধারে থাকা পুকুরে পড়ে যায়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় হিমুর মা-বাবা বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন।

পরে বিকেল ৪টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে হিমুর লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে। তিনি আরও জানান, আব্দুল হান্নান - মুর্শিদা দম্পতির বিয়ের প্রথম সাত বছর কোন সন্তান হয়নি। অনেক চিকিৎসা-তদবীর করে একটি মাত্র মেয়ের জন্ম হয়। সেটাও পানিতে ডুবে মারা গেল। এঘটনায় বাবা-মা দুজনেই বারে বারে জ্ঞান হারাচ্ছেন। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।


এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ