আজকের শিরোনাম :

শরণখোলায় জীববৈচিত্র সংরক্ষনে সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১৬:৫৮

বাগেরহাটের শরণখোলায় সুন্দর বনের জীববৈচিত্র ও বন্যপ্রানী সংরক্ষনে সচেতনতা মূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১০ টায়  স্থানীয় অগ্রদূত ক্লাব মিলনায়তনে পিরোজপুরের মঠবাড়িয়া , পাথরঘাটা উপজেলা সহ শরণখোলার ১৫ জন  স্বেচ্ছাসেবী "বাঘ বন্ধু" একদিনের এ কর্ম শালায় অংশগ্রহন করেন।

সুন্দরবন সুরক্ষা বিষয়ক কো- ম্যানেজমেন্ট কমিটির সহ- সভাপতি  ওয়াদুদ আকনের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচী পরিচালনা করেন ওয়াইল্ড টীমের প্রোগ্রাম অফিসার সৌরভ বাগচি রাতুল। কোয়াটার্লি মিটিং ও কর্মশালা সঞ্চালনার দায়ীত্বে ছিলেন ওয়াইল্ড টীম শরণখোলা শাখার ফ্যাসিলেটেটর আলম হাওলাদার, ফিল্ড এসিস্ট্যান্ট আবু নাঈম।

বাঘ- বন্ধু প্রশিক্ষনানুষ্ঠানে অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন  সিএমসির  কাউন্সিল সদস্য সাংবাদিক নজরুল ইসলাম, পূর্বসুন্দরবনের ভোলা ফরেস্ট ক্যাম্প ইনচার্জ শাহজাহান মোল্লা, সমাজ কর্মি আবুল আসলাম তুহিন।


এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ