আজকের শিরোনাম :

খানসামায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১৩:০৩

দিনাজপুরের খানসামায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯ পালিত হয়েছে।

আজ ২৬ জুন (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। 

এ দিন সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সমবায় অফিসার মন্জুর মোর্শেদ, অফিসার ইনচার্জ (ওসি) আ. মতিন প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম, খানসামা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রোকনুজ্জামান, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ করতে সকল সচেতন হওয়ার আহ্বান জানান।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ