লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১২:১০

লক্ষ্মীপুরে আজ সকালে বিদ্যুস্পৃষ্টে হয়ে আলম সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ম্যান হিসেবে কর্মরত ছিল।

খবরে বিস্তারিত জানা গেছে লক্ষ্মীপুর জেলা সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন এর ভবানীগঞ্জ মাদ্রাসায় গতকাল ২৪ জুন সকাল সাড়ে ৯টায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই আলম সরকার মারা যায়।

সকালে কাজ শুরুর পূর্বে প্রতিদিনের ন্যায় সুপারভাইজার রাজু কন্ট্রোল রুমে টেলিফোনে বিদ্যুতের সংযোগ বন্ধ করতে বলে। কিন্তু আজ আলম সরকার খুঁটিতে উঠার পূর্বে  সুপারভাইজার রাজুকে বার বার জিজ্ঞেস করে। এমনকি খুঁটিতে উঠে তারে হাত দেয়ার আগেও রাজুকে জিজ্ঞেস করলে রাজু বলে-দ লাইনে বিদ্যুৎ নেই, তুই কাজ কর । আলম লাইনে হাত দিতেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।


এ রিপোর্ট লেখা পর্যন্ত আলম সরকারের লাশ সদর হাসপাতালের দোতালার বারান্দায় পড়ে থাকতে দেখা গেছে।

লক্ষ্মীপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন হাসপাতালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া আলম সরকার নামের এক যুবকের লাশ আনে। তাকে দোতলার বারান্দায় রাখা হয়েছে। থানা পুলিশকে জানানো হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কবির বলেন আমি ঘটনাটা শুনেছি মিটিংয়ে আসার পরে। সে আমাদের লোক নয় ঠিকাদারের লেবার। বাকি কথা মিটিং শেষে বলা যাবে।

ঠিকাদার সোহেল ও সুপারভাইজার রাজুকে মোবাইলে বার বার কল করেও পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আজিজুর রহমান বলেনআমি ঘটনাট শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলম সরকার সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার কুন্দুইল গ্রামের আসাদ সরকারের ছেলে। ব্যক্তি জীবনে আলম সরকার অবিবাহীত। সে দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

এবিএন/অআ আবীর আকাশ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ