আজকের শিরোনাম :

কাপাসিয়ায় নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ২৩:০০

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  আজ সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সমন্বয় সভা  হয়। সভায় জনপ্রতিনিধি, কাজী, সাংবাদিক, শিক্ষক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, প্রধান আলোচক উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার।

অনুষ্ঠানের মূল ধারণাপত্র উপস্থাপন করেন সিনিয়র সেক্টর স্পেশালিস্ট  মীর সামসুল আলম। বক্তব্য রাখেন আর এম ও সি ই পি গুলজার রহমান, সিনিয়র জেলা ব্যবস্থাপক শামসুন্নাহার, এস এম ই এম পি দেবাশিষ হালদার, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রনপ কুমার, কাপাসিয়া থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান, তরগাঁও ইউপি চেয়ারম্যান আইবুর রহমান সিকদার, সমাজসেবক আনোয়ার হোসেন বেপারী, সাংবাদিক নুরুল আমিন সিকদার প্রমুখ।

সমন্বয় সভায় সারাদেশে নির্যাতনের চিত্র, সংগৃহীত তথ্য ও উপস্থাপন, নারী নির্যাতন নিরসনের উদ্যোগ, কর্মপন্থা, কর্মসূচি বাস্তবায়নের কৌশল বিষয়ে আলোচনা হয়।

এবিএন/নূরুল আমীন সিকদার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ