আজকের শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই রাখাল নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ২১:২৫

চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই রাখাল নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত তিনজন।রোববার রাতে সীমান্ত পথে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ ঘটনায় নিহত রাখাল সেলিমের লাশ রাতেই সহযোগীরা সীমান্ত পার করে নিয়ে আসতে পারলেও অপর রাখাল আবু বাক্কারের লাশ এখনো বিএসএফের কাছে রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, রোববার রাতে সদর উপজেলার বাখেরআলী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২৭/৬ এস দিয়ে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল পদ্মা পার হয়ে ভারতের বাহুড়া সীমান্তে প্রবেশ করে। রাত ২টার দিকে গরু-মহিষ নিয়ে সীমান্ত পার হওয়ার সময় ভারতের ৭৮ বাহুড়া বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের উপর গুলি চালায়। এতে ভারতীয় সীমান্তের ভিতরে পাঁচ রাখাল গুলিবিদ্ধ হয়। এরমধ্যে ঘটনাস্থলেই মারা যান শিবগঞ্জের সেলিম হোসেন (৩৪)। আর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গা কটাপাড়া গ্রামের আবু বাক্কারের লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিএসএফ। সেলিমের লাশ পরিবারের সদস্যরা রাতেই তড়িঘড়ি করে দাফন করেন বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, কয়েকজন রাখাল হতাহতের খবর পেয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। এ ঘটনায় বিজিবি তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানাতে পারবেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ