আজকের শিরোনাম :

রুমায় সদর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১৪:০৮

বান্দরবানে রুমা উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদের দু:স্থ মহিলাদের মাঝে ভিজিডির চাল বিতরণ শুরু হয়েছে। 

আজ সোমবার (২৪ জুন) সকালে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা বিভাগের কর্মকর্তা মংসিংনু মারমা।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, ইউপি চেয়ারম্যান শৈবং মারমা (শৈমং), ইউপি সচিব বুদ্ধিসত বড়–য়াসহ সংরক্ষিত পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় রুমা ২নং সদর ইউনিয়নের ৫ শত ৮৯ জন দু:স্থ মহিলাদের ২০১৯-২০২০ অর্থ বছরের ভোক্তাভোগীদের  জানুয়ারি-জুন ৬ মাসের ১৮০ কেজি চাল প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

ইউনিয়ন সূত্রে জানা যায় ৭, ৮ ও ৯নং ওর্য়াডে ভোক্তাভোগীর র্কাডধারী সদস্যদের দিনব্যাপী বিতরণ করা হবে বলে জানা গেছে। 
আরো জানান ভিজিডির চাল বিতরণকালে দু:স্থ মহিলাদের নিকট থেকে কোন টাকা আদায় করা হয় না, তবে নীতিমালা মোতাবেক মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিযুক্ত একটি এনজিওর মাধ্যমে ভিজিডির চাল নেয়ার দু:স্থ মহিলাদের মাথাপিছু ২০০ হারে সঞ্চয় আদায় করা হয়। আদায়কৃত টাকাগুলো ভিজিডির বিতরণ চক্র শেষে এক সাথে সব টাকা মুনাফাসহ ফেরত দেয়া হবে বলে জানান।

এতে ইউপি চেয়ারম্যান বক্তব্যের মাঝে বলেন ভিজিডি চাল কোন ধরণের বিক্রি করা যাবে না, যদি কোন ধরণের অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আইনের প্রশ্রয় নেওয়া হবে।

এবিএন/চনুমং মারমা/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ