আজকের শিরোনাম :

নরসিংদীতে দালালসহ রোহিঙ্গা তরুণী আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১১:৪৪ | আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:৪৮

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভূয়া পরিচয় ও জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় দালালসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। 

আটককৃত রোহিঙ্গা তরুণী ইয়াছমিন আক্তার ও দালাল ইমান আলীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাহজাহান কবির।

তিনি জানান গতকাল রবিবার দুপুরে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিলে অফিস কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা তরুনীকে সনাক্ত করা হয়।

আটককৃত দালাল ইমান আলী লক্ষ্মীপুর জেলার রায়পুরের লুদুয়া গ্রামের তরিক আলীর ছেলে। সে একজন গাড়ী চালক বলে জানায়। 

এই ঘটনায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান বলেন আটককৃত দালাল ও রোহিঙ্গা তরুণীকে প্রকৃত পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। তার প্রকৃত পরিচয় ও ক্যাম্পের তথ্য পাওয়া গেলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/সুমন রায়/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ