আজকের শিরোনাম :

চিরিরবন্দরে স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ১০:৫৮

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েমের) আয়োজনে ৩৯তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করে। 

গতকাল ২২ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন)  প্রফেসর ড. মো. লোকমান হোসেন। 

চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, নায়েমের প্রশিক্ষক মো. মাসুদ রানা, মো. মামুনুর রশিদ, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এফএম মোরশেদ উল আলম প্রমূখ।  প্রশিক্ষণে ৪০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ