আজকের শিরোনাম :

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ১০:৪৬

মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জহির উদ্দিন এর অর্থায়নে ৩০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

গতকাল শনিবার (২২ জুন) দুপুরে পতনউষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মো. রফিকুর রহমান। 

মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল দাস, সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুক আহমদ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান। 

স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সভাপতি শাব্বির এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকাল প্রতিনিধি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, প্রধান শিক্ষক মোশাহীদ আলী, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম চৌধুরী, যুবনেতা আতিকুর রশীদ চৌধুরী কামরান, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সমাজসেবক সাহেদ আহমদ, ওমর মাহমুদ আনসারী প্রমূখ। 

অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জহির উদ্দিন এর অর্থায়নে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ছাড়াও বিদ্যালয়ে ৪টি সিলিং ফ্যান প্রদান করা হয়। 

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের সুহৃদ সমাবেশের পক্ষ থেকে ক্রেস্ট ও মগ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ সুহৃদ সমাবেশ কর্তৃক এ ধরণের মহতি আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন শিক্ষার উন্নয়নে দুবাই প্রবাসীর মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আন্তরিকভাবে কাজ করলে সফলতা আসবেই। সুন্দর সমাজ গঠনে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।  

এবিএন/প্রনীত রঞ্জন দেবনাথ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ