আজকের শিরোনাম :

শরণখোলায় ছাত্রী উত্যাক্তের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ১৮:১৫

বাগেরহাটের শরণখোলায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ওমর ফারুক (৩৫) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে উপজেলার রায়েন্দা বাজার সোনালী মসজিদ রোড এলাকায় । আহত শিক্ষককে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থাণীয়  আর কে ডিএস বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক জানায়, তার বিদ্যালয়ের ১০ম শেণীর এক ছাত্রীকে উপজেলার রাজৈর এলাকার বাসিন্দা মিলন হাওলাদার (২২), গোলাম রাব্বি (২০) সুমন ফরাজী (১৯) ও আবু মুসা (২৩) সহ এক দল বখাটে অনেক দিন ধরে  উত্যক্ত করে আসছিলো। ওই বিষয়টির  তিনি প্রতিবাদ করেন। তার জের ধরে শনিবার সকালে  বিদ্যালয়ে  যাবার পথে বখাটেরা তার গতিরোধ করে এলোপাথাড়ী পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

 খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য সহ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মফিজুর রহমান জানান , বিষয়টি  তিনি শুনেছেন অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে ।
 

এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ