আজকের শিরোনাম :

২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ১৫:৪০

আর মাত্র একদিন পরেই হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন। আজ রাত ১২ টার মধ্যেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা। জমজমাট এ প্রচারণায় প্রার্থী কর্মী সমর্থকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চেয়ে ম্যাসেজ পাঠাচ্ছেন।

ফেসবুক,স্থানীয় পত্রিকা ও শহর জুড়ে পোষ্টারের মাধ্যমে  প্রচারণার খবর প্রচার করা হচ্ছে।  চলছে বিরামহীন গন-সংযোগ। কে হচ্ছেন হবিগঞ্জ পৌরসভার নতুন মেয়র, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। উপ-নির্বাচনে ৫ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিজান এবার দলীয় প্রতীক নৌকা পেলেও তার সাথে ভোটের মাঠে স্বতন্ত্র হিসেবে লড়ছেন নিজ দলের আরও ৩ প্রার্থী। এরা হলেন- জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান।

বিএনপি দলীয়ভাবে অংশগ্রহন না করলেও জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক এম. ইসলাম তরফদার তনু মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন ।

এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মিজানুর রহমান মিজান (নৌকা), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম. ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন), জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ মর্তুজ আলী (চামচ), পৌর আওয়ামীলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ) ও জেলা স্বেচ্ছালীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল হাসান (জগ) প্রার্থী হয়েছেন।

এদের মধ্যে নৌকা প্রার্থী মিজানুর রহমান মিজান ছাড়া সকলেই প্রথম নির্বাচন করছেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মিজানুর রহমান মিজান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।

এবারই প্রথম হবিগঞ্জ পৌরসভার ২০ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে।উল্লেখ্য ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার আয়তন ৯.৫ বর্গ কিলোমিটার। বর্তমানে এটি ১ম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃত। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত । গত বছরের ২৮ নভেম্বর জাতীয় নির্বাচনে মেয়র জিকে গউছ অংশ নেওয়ায় তিনি পদত্যাগ করলে পদটি শূণ্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন পৌর প্যানেল মেয়র দিলীপ দাস। আগামী ২৪ জুন উপ-নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।


এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ